মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০০৯

বাণী

বাণী


১. হে মুমিনগণ! দানের কথা প্রচার করে, দানগ্রহীতাকে কষ্ট দিয়ে তোমাদের দানকে নষ্ট করো না। -আল কুরআন।
২. তোমরা আলস্নাহর আদেশের আনুগত্য করো, কৃতজ্ঞতা প্রকাশ করো এবং কখনো অকৃতজ্ঞ হয়ো না। তবেই আলস্নাহর আযাব থেকেই মুক্তি পাবে। -আল কুরআন
৩. যখন নামাজ শেষ হবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আমার দান অনুসন্ধানে ব্যাপৃত থাকবে। -আল কুরআন।
৪. পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন-অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী তোমাদের অধিকারভূক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। -আল কুরআন।
৫. সুশিক্ষিত মানুষ সর্বশ্রেষ্ঠ এবং অশিক্ষিক্ত মানুষ সর্বাপেড়্গা নিকৃষ্ট। যে ব্যক্তি শিক্ষিতের সমাদর করে, সে যেন আমাকে (আলস্নাহ) সমাদর করে। -আল হাদিস
৬. এক চেটিয়া ব্যবসা পাপ ও অপরাধের বিস্তার ঘটায়। -আল হাদিস
৭. আল্লাহ‌কে ভালোবাসার ইচ্ছা থাকলে প্রথমে মানুষকে ভালোবাসতে শেখো। -আল হাদিস
৮. হিংসুক ব্যক্তি সর্বদা তিন প্রকার কষ্ট অনুভব করে। আত্মদহণ, মানুষের ঘৃণা এবং আল্লাহর গজব। ইবনে মুয়াইদ।
৯. মৃত্যুকে পরিহার করা কঠিন। পাপকে পরিহার করাই সহজ।
১০. জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে আত্মা নতুন প্রেরণা লাভ করে ও সংগ্রাম করতে শেখে। অজ্ঞতা চিন্তা ও সংগ্রামের পরিপন্থী।
ডাঃ লুৎফর রহমান

কোন মন্তব্য নেই: